পৌষ মাস না আসতেই নীলফামারী জেলায় শীত

নীলফামারী প্রতিনিধি : পৌষ মাস না আসতেই নীলফামারী জেলায় শীত তীব্র আকার ধারণ করেছে। সূর্য উঠলেও কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত কোন তাপ পাওয়া যাচ্ছেনা। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে কষ্ট পাচ্ছে নিম্নবিত্ত মানুষেরা।

কার্তিকের মাঝামাঝি থেকেই নীলফামারীতে এবার শীত তীব্র হতে শুরু করে। অগ্রহায়ণের শেষে এসে সেই তীব্রতার মাত্রা আরো অনেক বেড়ে গেছে। আজ দিনের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

এদিকে ঘন কুয়াশায় যানবাহনের চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। বেলা ১০টায়ও কুয়াশা কাটছে না। রাত পোহাবার পরেও ট্রেন বাসগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতে দেখা যাচ্ছে।

কুয়াশার কারণে রাস্তায় ১৫/২০ হাত দূরের মানুষ নির্ণয় করা মুশকিল। কখনওবা সূর্য দেখা গেলেও কোন উত্তাপ পাওয়া যাচ্ছেনা। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে।

জেলার ডোমার পৌর এলাকার চিকনমাটি গ্রামের মতিয়ার রহমান (৪৩) বলেন, ‘কাপড়ের অভাবে আমরা নি¤œবিত্ত মানুষ খড়কুটো জ্বালিয়ে কোনমতে টিকে থাকার চেষ্টা করছি। শীতের কামড়ে আমাদের গরীবের মরণ ছাড়া গতি নাই।’

একই এলাকার ময়না বেগম (৫০) তীব্র শীতে সন্তান-স্বজনদের নিয়ে বেশি দুঃচিন্তায় আছেন বলে জানান।