প্রথম গোল দিয়ে আনন্দে মাতলেও হারালেন বাবাকে

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম গোল দিয়ে আনন্দে মাতলেও ম্যাচ শেষে ঘরে ফিরে গিয়ে দলটির ডিফেন্ডার নাথান আকেকে শুনতে হলো অনেক বড় দুঃসংবাদ। তিনি জানতে পারেন, নিজের প্রথম গোলের কয়েক মিনিট পরেই তার বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে ৬-৩ গোলের বিশাল ব্যবধানে হারায় ইংলিশ জায়ান্ট ম্যানসিটি। দলের হয়ে ১৬তম মিনিটেই গোলের দেখা পান নাথান আকে। কিন্তু এ আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না ডাচ এ ডিফেন্ডারের। ম্যাচের পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাবার মৃত্যুর কথা জানান তিনি।

ইনস্টাগ্রামে নিজের অফিশিয়াল একাউন্টে পোস্ট করে আকে জানান, ‘গত কয়েকটি সপ্তাহ আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল। আমার বাবা এত অসুস্থ ছিলেন যে তার জন্য আর কোনো চিকিৎসা বাকি ছিল না। ’

‘আমার বাগদত্তা, পরিবার এবং বন্ধুদের পাশে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। কঠিন সময়ের পর গতকাল (বুধবার) চ্যাম্পিয়ন্স লিগে আমার প্রথম গোল করেছি। এর কয়েক মিনিট পরই তিনি শান্তিতে মারা যান। এ সময় আমার মা ও ভাই বাবার পাশেই ছিল। ’-যোগ করেন তিনি

নিজের বাবাকে গোলটি উৎসর্গ করে নাথান আকে লিখেন, ‘আমি জানি, আপনি সবসময় আমার সঙ্গে আছেন এবং সবসময় আমার হৃদয়ে থাকবেন। আর এই গোলটি আপনার জন্য ছিল, বাবা। ’