প্রধান শিক্ষিকা মোছাঃফাতেমা খাতুনের নামে ব্যাপক দুর্নীতির অভীযোগ

মশিয়ার রহমান টিংকু (মহেশপুর প্রতিনিধি): ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউপির ৬নং ওয়ার্ডের শ্রীনাথপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃফাতেমা খাতুনের নামে ব্যাপক দূর্নিতীর অভীযোগ
করেছেন স্থানীয় অভিভাবকগন।প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন গতকাল রবিবার  সকালে গোপনে কাউকেই না জানিয়ে বিদ্যালয়ের ২০টি ব্রেন্চি বিক্রয় করেছেন।আরো কিছুসংখ্যক ব্রেন্চি বিভিন্ন স্থানে বিক্রি করেছেন বলে জানিয়েছে বিদ্যালয়ের কিছু ছাত্র/ছাত্রীরা।বিক্রয়কৃত ব্রেন্চির মুল্য আনুমানিক ৮০হাজার টাকা।বিদ্যালয়ের অন্যান্ন শিক্ষক শিক্ষিকার নিকট জানতেচাইলে তিনারা বিষয়টির সত্যতা স্বীকার করেছেন এবং তিনাদেরকে না জানিয়ে গোপনে একাই প্রধানশিক্ষিকা ব্রেন্চি গুলো সরিয়েছেন বলে জানিয়েছেন। অথচ এবিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃমুনসুর আলী খান সাহেবের নিকট জানতে চাইলে তিনি বলেন-বিষয়টি আমাদের কমিটির কেহই অবগত নয়।আমি জানার পর প্রধানশিক্ষককে আদেশ করেছি একদিনের মধ্যে বিদ্যালয়ে ব্রেন্চিগুলো হাজির করতে হবে।৬নং ওয়ার্ড সদস্ব্য মোঃরহিম ব্যাপরী বলেন-প্রধান শিক্ষিকা শীঘ্রই বদলী হয়ে চলেযচ্ছেন নীজ শশুরবাড়ী এলাকায়,যাওয়ার পূর্বেই তিনি যেন অনতিবিলম্বে আমাদের বিদ্যালয়ের সম্পদ বুঝিয়ে দিয়ে যান বলে প্রধানশিক্ষিকাকে নির্দেশ দেয়াহয়েছে।এছাড়াও গত কয়েকবছর যাবৎ ফাতেমা খাতুন সরকারী নির্দেশনা অমান্যকরে বিদ্যালয়ের সকল শ্রেনীর পুরতন পাঠ্যপুস্তকগুলো নিয়মঅনুযায়ী শিক্ষাঅফিসে জমা না দিয়ে কাগজ ব্যাবসায়ীদের নিকট মোটাঅঙ্কের অর্থের বিনীময়ে বিক্রয় করে নিজেই টাকা আত্মসাৎ করেন।এদিকে স্থানীয় কিছু  অভিভাবকগন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসকক্ষে তালা ঝুলিয়েছেন এবং প্রধানশিক্ষিকার বিরুদ্ধে তীব্র আন্দোলন করছেন।যতক্ষন বিদ্যালয়ের ব্রেন্চি ফেরৎ না আনাহবে ও প্রধানশিক্ষকের যথাযথ বিচার না করাহবে ততক্ষণ বিদ্যালয় বন্ধ থাকিবে।
এছাড়াও উক্ত বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি তৈরীর বিষয়ে প্রধানশিক্ষিকার বিরুদ্ধে এলাকার মুক্তিযোদ্ধা মোঃখালেক সরকার, সহ মোঃমজিবর শেখ,মোঃকালাম সরকার,মোঃশাহিন মিয়া,মোঃশরিফ ব্যাপারী,মোঃমশিয়ার রহমান, প্রমুখ অভিযোগ সহ আন্দোলন করছেন।তিনারা সাংবাদিককে জানিয়েছেন-আমরা কয়েকজন অভিভাবকগন বিদ্যালয়ের সরকারী নিয়মঅনুযায়ী ম্যানেজিং  কমিটির সদস্ব্য পদের জন্য আবেদন করি,এছাড়াও আরো একাধীক অভিভাবকেরাও আবেদন করেছেন।সরকারী নিয়মঅনুসারে একাধীক প্রার্থী হলে সভাপতি ও সদস্ব্য নির্বাচনের মাধ্যমে বাছাই করা হবে।অথচ প্রধান শিক্ষিকা নীজ সার্থলোভে সাবেক কমিটির সাথে যোগসাজে আমাদের আবেদন গোপন রেখে  মহেশপুর শিক্ষাঅফিসারের নিকট মনমত  গোটাকয়েকটি নাম প্রেরন করেন এবং শিক্ষাঅফিসারকে জানান- আমার বিদ্যালয়ে কোন একাধীক প্রতিদন্দী প্রার্থী নেই।এভাবেই তিনি নিয়ম না মেনে নিজ মনগড়া কমিটির তালিকা করেছেন।যতক্ষন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে পুনরায় ম্যানেজিং কমিটি গঠন করা না হবে ততক্ষন আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিভাবকগণ।