ফরিদপুরে অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার

গ্রেফতার

ফরিদপুরে অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- জেলা সদরের পশ্চিম ভাষাণচর এলাকার মোতাহার মৃধার ছেলে সরোয়ার মৃধা (২৯), শহরের শোভারামপুর এলাকার খলিল মোল্যার ছেলে জামাল মোল্যা (৪১) ও উত্তর আলীপুর এলাকার জয়নাল শেখের ছেলে জিয়া শেখ (৪৩)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন বলেন, ফরিদপুর শহরে অপরাধ দমনে ১৪০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আর এ সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটোবাইক চোরকে শনাক্ত করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১টার সময় অন্য দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতাররা পেশাদার অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য।