ফরিদপুরে পদ্মায় নদীতে নেমে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজ

ফরিদপুর

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে পদ্মার চরে বেড়াতে এসে নদীতে নেমে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজ হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্ররা হলেন মো. মিজানুর রহমান মিন্টু (২৪) ও শাওন সরকার (২৩)। তারা দুজনই ওই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রাম প্রসাদ ভক্ত জানান, ওই দুই ছাত্রসহ ৩৪ জন ঢাকার দোহারের মৈনুয়ট ঘাটে বেড়াতে এসে ট্রলারযোগে ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মার মাঝের একটি চরে যায়। সেখানে তারা বিকেল ৫টার দিকে ফুটবল খেলার একপর্যায়ে ফুটবলটি পদ্মার পানিতে পড়ে যায়। চার ছাত্র বল তুলতে পানিতে নামলে তারা স্রোতে ভেসে যেতে থাকে। একপর্যায়ে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর দুজন নিখোঁজ হন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ, চরভদ্রাসন থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাতে নিখোঁজদের উদ্ধার তৎপরতা শুরু করেন। শনিবার সকাল পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।