ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।

রোববার সকালে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৭টায় জেলা শহরের গোয়ালচামট এলাকায় স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়েছে।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল উপস্থিত ছিলেন।

এর আগে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।