ফের টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্কঃ অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় টস হারলেন নুরুল হাসান সোহান। হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক অধিনায়ক ক্রেইগ এরভিন।

রবিবার (৩১ জুলাই) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার নাসুম আহমেদের জায়গায় খেলছেন হাসান মাহমুদ ও শেখ মেহেদি হাসান। অভিষেক ম্যাচের পর লম্বা বিরতি দিয়ে প্রায় ২৮ মাস পর আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরলেন হাসান, সবশেষ খেলেছেন ২০২০ সালের মার্চে।

জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শনিবার (৩০ জুলাই) ১৭ রানে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের সুযোগ নিয়ে টস জিতে আগে ব্যাটিং করা জিম্বাবুয়ে ২০৫ রানের পাহাড় গড়েছিল। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। টি-টোয়েন্টির নতুন দলপতি সোহান ২৬ বলে অপরাজিত ৪২ রান শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে এই ম্যাচ দিয়ে বাংলাদেশকে জয়ের ধারায় ফিরতে হবে। টি-টোয়েন্টিতে টানা ৬ ম্যাচ জিতে উড়তে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে কাজটি যে মোটেও সহজ হবে না, সেটা প্রথম ম্যাচেই টের পাওয়া গেছে।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহাদী হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম

জিম্বাবুয়ে একাদশ

রেজিস চাকাভা, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মসাকাদজা, রিচার্ড এনগারাভা, তানাকা চিভাঙ্গা