বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার সকালে সেন্টমার্টন দ্বীপের অদূরে একটি ইঞ্জিন চালিত ট্রলার ধাওয়া করে এ সব ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার লে. কমান্ডার ওমর ফারুক জানান, কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের টহল দল সেন্টমার্টিন দ্বীপের অদূরে একটি ইঞ্জিনচালিত ট্রলারকে ধাওয়া করে। ধাওয়া করার পর ট্রলার থেকে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারে ইয়াবা পাচারকারীরা। পরে কোস্টগার্ডের টহল দল ফাঁকা গুলি করে। এ সময় পাচারকারীরা একটি বস্তা সাগরে ফেলে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করে সেখানে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।