বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় সৌদি আরবের নামকরণে” ম্যান্দৌস

মোঃ আলাউদ্দিন ঘরামী: আগামী আট তারিখ বঙ্গোপসাগরে চোখ রাঙিয়ে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় ” ম্যান্দৌস ” এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছেন, সৌদি আরব। উত্তর পুর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করছে তা আরও উত্তর পশ্চিম দিকে যাবে অর্থাৎ ভারতের তামিলনাড়ুর দিকে।
ঘূর্ণিঝড়টি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ভারতের তামিলনাড়ু উপকূলে আঁছড়ে পড়তে পারে। তবে এ যাত্রায় বাংলা আওতামুক্ত বলে আবহাওয়া বিদরা জানিয়েছেন। আগামী ৮ ই ডিসেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি তার সর্বোচ্চ ক্ষমতা নিয়ে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার ঝাপটা নিয়ে এগিয়ে আসছে উপকূলীয় অঞ্চলের দিকে।