বজ্রপাতের ঝুকি কমাতে সড়কের ধারে লাগানো হচ্ছে ৪০০ তাল গাছ  

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সড়কের দুই ধারে তালের গাছ লাগানোর কর্মসূচী গ্রহন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রথম পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌহদ্দীটোলা কালুপুর সড়কের দুই ধারে ৪০০ তাল গাছ লাগানো হচ্ছে।

বিশ^ পরিবেশ দিবসে, অনুষ্ঠানিক ভাবে তালগাছ লাগানোর কর্মসূচীর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সলেহ আকরামসহ অনান্যরা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা জানান, সম্প্রতিক সময়ে বজ্রপাতের ঝুকি অনেক বেড়ে গেছে, চাঁপাইনবাবগঞ্জেও বজ্রপাতে প্রানহানির ঘটনা ঘটছে। বজ্রপাতের ঝুকি কমাতে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে  রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলার বিভিন্ন কৃষি প্রধান এলাকায় সড়কের ধারে তালগাছ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।