বরগুনায় টিকা সংরক্ষণের ফ্রিজে আগুন

বরগুনায় করোনার টিকা সংরক্ষণের দুটি ডিপ ফ্রিজে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের ওই ফ্রিজ দুটিতে আগুন লাগে।

এটি দুর্ঘটনা না নাশকতা প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে পুড়ে যাওয়া ফ্রিজ দুটিতে কোনো টিকা ছিল না বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

বরগুনার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খোর্শেদ আলম জানান, সিভিল সার্জনের কার্যালয়ে আগুনের শিখা দেখতে পেয়ে একজন পথচারী ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে করোনার টিকা সংরক্ষণের দুটি ফ্রিজ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, সৌভাগ্যক্রমে ফ্রিজদুটিতে কোনো টিকা ছিল না। তবে আগুন লাগার ঘটনা তদন্ত করা হবে।