বাংলাদেশ-পাকিস্তানের শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ

অবশেষে বৃষ্টির পেটেই গেল মিরপুর টেস্টের দ্বিতীয় দিন। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) হাতে ২ ঘণ্টার মতো সময় বাকি থাকলেও আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় বিকেল ৩টার দিকে এই ঘোষণা দেওয়া হয়। বৃষ্টির বাগড়ায় খেলা পণ্ড হওয়ার আগে মাত্র ৬ ওভার ২ বল খেলা হয়েছিল।

চট্টগ্রাম টেস্ট হারার পর ঢাকা টেস্ট দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল বাংলাদেশের। অন্যদিকে ২-০ তে সিরিজ শেষ করার লক্ষ্য ছিল সফরকারী পাকিস্তানের। কিন্তু প্রথম দিনের অর্ধেক এবং দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির দখলে। আর তাই শঙ্কা জাগছে এ ম্যাচের ফলাফল নিয়ে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও ঝিরিঝিরি বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। সেই অপেক্ষার প্রহর গড়ায় আরও অনেকটা। প্রথম সেশনের সময়টুকু শেষেও যখন বৃষ্টি থামেনি তখন লাঞ্চ বিরতিতে যায় উভয় দল।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে দেরিতে। বৃষ্টি কমলে নির্ধারিত সময়ের ৩ ঘণ্টার বেশি সময় পর ম্যাচ শুরু হয় দুপুর পৌনে ১টায়। তবে আবারও সেই বৃষ্টির বাগড়া। যে কারণে আম্পায়াররা খেলা বন্ধ করতে বাধ্য হন। খেলা শুরুর ৬ ওভার ২ বল পর বৃষ্টি শুরু হয়। প্রায় ৩০ মিনিটের মতো চলে খেলা। যেখানে আগের রানের সঙ্গে আরও ২৭ রান যোগ করে সফরকারীরা।

২ উইকেটে ১৬১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল সফরকারী পাকিস্তান। ৬০ রান নিয়ে বাবর আজম ও ৩৬ রান নিয়ে আজহার আলি অপরাজিত ছিলেন।

প্রথম দিনের খেলায়ও কয়েক দফায় হানা দিয়েছিল বৃষ্টি। ম্যাচের আগেই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল বৃষ্টির সম্ভাবনা। প্রথম দিনের খেলায় অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেই জ্বলে উঠেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছিল দুই দল।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাবর আজম। শুরুটা দারুণ করে পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি এবং শফিক। তবে তাইজুল ঘূর্ণিতে পাকিস্তান তাদের দুই ওপেনারকেই হারায়। দুই জনকেই বোল্ড করেন তাইজুল ইসলাম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তাইজুল তুলে নিয়েছিলেন ৭ উইকেট। দ্বিতীয় টেস্টেও চমক দেখাচ্ছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে এই টেস্টে দলে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। পাকিস্তান মাঠে নামে অপরিবর্তন একাদশ নিয়ে। অসুস্থতায় এই টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার সাইফ হাসান। পেসার আবু জায়েদ চৌধুরী রাহির জায়গায় নেওয়া হয়েছে খালেদ আহমেদকে। ইয়াসির আলি চৌধুরী রাব্বির জায়গায় চোট কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান।

এদিকে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে হেরে এরই মধ্যে পিছিয়ে রয়েছে মুমিনুলের দল। সিরিজে সমতা ফেরানোর অভিপ্রায়ে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু দেখছেন না বাংলাদেশ অধিনায়ক।