বাগেরহাটের ফকিরহাটে গুলি করে টাকা ছিনতায়ের সাথে জড়িত ৪ আসামী আটক

সিহাব উদ্দিন রুবেল ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটের গুলি করে টাকা ছিনতায় চেষ্টার ৪ আসামীকে গতকাল বেলা সাড়ে ৩ টার দিকে জেলার বাগেরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। ফকিরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানা পুলিশের এস আই তরিকুল ইসলাম ও তার সংগীয় ফোর্স বাগেরহাট বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে ৪ আসামীকে আটক করে।

আটককৃতরা হলেন,জেলার ফকিরহাট থানার মাসকাটা গ্রামের মৃতঃ ঈসমাইল হোসেনের ছেলে মোঃ কামরুজ্জামান সোহেল (২৩), মোড়েলগঞ্জ থানার গাজিরহাট গ্রামের মোঃ সাহাবুদ্দিন শেখের ছেলে মোঃ ইব্রাহীম শেখ রাব্বি (২০), বাগেরহাট সদর থানার কাড়াপাাড়া গ্রামের শেখ শরিফুল ইসলামের ছেলে কাইয়ুম হোসেন আকাশ (২০),ফকিরহাট থানার শ্যামবাগাত গ্রামের আঃ সামাদের ছেলে আব্দুল হালিম (২০)।

উল্লেখ্য ২০১৯ সালের ১৩ই অক্টোবর বাগেরহাটের চুলকাঠি বাজারের মেসার্স রিয়া ষ্টোরের মালিক প্রকাশ কুন্ডুর দোকানের নগদ ১৩,৭০০৫৬ টাকা একটি ব্যাগে নিয়ে ফকিরহাট থানার অর্ন্তগত কাটাখালী সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকে জমা দেওয়ার জন্য দোকানের কর্মচারী রাধা দাশের সাথে ফকিরহাট থানাধীন মষি খামার এলাকায় আসল দুর্বৃত্তরা মটর সাইকেল গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেবার ষ্টো করে ব্যার্থ হয় পরে দূর্বৃত্তরা তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে গুলি বর্ষণ করলে মটর সাইকেল চালক নিয়ামত আলীর ঢার পাশে লাগলে গুরুত্বর আহত হন। মটর সাইকেল চালক নিয়ামত আলী গুলিবিদ্ধ অবস্থায় মটর সাইকেলের গতি বাড়িয়ে সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের সামনে আসলে মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে আশেপাশের স্থানীয় জনগন টাকার মালিক প্রকাশ কুন্ডুকে মোবাইলের মাধ্যমে খবর দিয়ে টাকা জমা করান এবং গুরুত্বর আহতবস্থায় নিয়ামত আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।