বান্দরবান পার্বত্য জেলা অটোরিক্সা মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মোঃআসাদুল ইসলাম বান্দরবান: আজ ২১শে মার্চ, বান্দরবান পার্বত্য জেলা, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বান্দরবান পার্বত্য জেলা অটোরিক্সা, সিএনজি, মাহিন্দ্রা মালিক সমিতির কার্যকরী পরিষদের ২০২৩ নির্বাচন  অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব ছিলেন, মোমেন চৌধুরী, মো আবুল কাসেম চৌধুরী, বিরলাল তঞ্চুঙ্গা।

ভোট শুরু হয় সকাল ৮ টা থেকে, চলবে বিকাল ৪টা পর্যন্ত, মোট ভোটার সংখ্যা ১৬৯ জন, ৯টি পদে ১৬ জন পার্থী,৫টি পদে মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন,এরা হচ্ছে,সহ সভাপতি পদে  প্রতিদ্বন্দ্বিতা করেন২ জন, মোঃরিদোয়ান হোসেন, প্রতীক  চেয়ার, মোঃ শহিদুল ইসলাম, প্রতীক আনারস, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন, আবু জাফর, প্রতীক অটোরিক্সা, শৈক্য হ্লা মারমা(সুমন),প্রতীক মোরগ, সাংগঠনিক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন,মোঃ জসিম উদ্দিন, প্রতীক ঘুড়ি, মোঃনাছির উদ্দিন,প্রতীক ফুটবল।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন,জনাব,নাছির উদ্দিন, প্রতীক টেলিফোন, জনাব,বিব্বানুল,কবির (বাপ্পী),প্রতীক তালাচাবি। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন,মোট ৪জন,জনাব,ফরিদ আহাম্মেদ, প্রতীক তালগাছ, মোজাম্মেল হক,প্রতীক হেলিকপ্টার, আবদুল আলিম মুন্না,প্রতীক কলম,মোঃ ইসমাইল, মাইক প্রতীক নিয়ে।

৪টি পদে ৪জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন,সভাপতি পদে, সামছুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক, পদে,মোর্শেদ ইসলাম (কালু),দপ্তর সম্পাদক পদে,কালাচন্দ্র( গ্লাস) প্রচার সম্পাদক পদে, মোঃ নেছার।
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সকল সদস্যরা তাদের মূলবান ভোট দিতে পরে আনন্দিত হন। এসময় আইন শৃঙ্খলা বাহিনী এবং স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন ।