বার্সার বিপক্ষে বেলকে নিয়ে জিদানের ভয়

ক্রীড়া ডেস্ক: স্পোর্টিং সিপির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২-১ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন রিয়ালের আক্রমনভাগের অন্যতম সেরা তারকা গ্যারেথ বেল।

অ্যাঙ্কেলের চোটের কারণে স্পোর্টিং সিপির বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বেলকে মাঠে নামানো হয়নি। সদ্য পাওয়ায় এ চোটের কারণে ডিসেম্বর শুরুর দিকে বিশ্রামে থাকা লাগতে পারে ওয়েসল তারকাকে।

আগামী ৩ ডিসেম্বর মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী এই দলটির বিপক্ষে মর্যাদার লড়াইয়ে দলের অন্যতম সেরা তারকা বেলকে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে নাটকীয় জয়ের পর জিদান জানান, ‘বেল অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়েছেন।তবে তার ইনজুরির অবস্থা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা দরকার। আজ (বুধবার) তার মেডিকেল পরীক্ষা নেওয়া হবে। এটা শীঘ্রই জানানো হবে তাকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে। আমরা জানি না সে এল ক্ল্যাসিকোতে ঠিক খেলতে পারবে কিনা। তবে আমরা তার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবো।’