বাস বোমা বিস্ফোরণে ডর্টমুন্ডের স্থগিত

ক্রীড়া ডেস্ক:  চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গতকাল মোনাকোর মুখোমুখি হওয়ার কথা ছিল জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের। কিন্ত ডর্টমুন্ড দলের বাস বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ায় ম্যাচটি এক দিন পেছানো হয়েছে।

বুন্দেসলিগার ক্লাব ডর্টমুন্ড জানিয়েছে, মঙ্গলবার রাতে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে এ বিস্ফোরণ হয়। আর তাতে ডর্টমুন্ডের স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বার্ত্রা আহত হয়েছেন। বার্সেলোনার প্রাক্তন এই ফুটবলারকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ডর্টমুন্ড শহরের পুলিশ জানায়, টিম বাসের আশপাশে তিনটি বিস্ফোরণ হয়েছে। বাসের জানালার কাঁচ ভেঙে গেছে এবং একজন আহত হয়েছে। বিস্ফোরণে সিগনাল ইদুনা পার্কের ম্যাচটি অনুষ্ঠিত না হলেও চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ও জুভেন্টাসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। তুরিনোর জুভেন্টাস স্টেডিয়ামে সফরকারী বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে পাওলো দিবালা ও জর্জো চিয়েল্লোনি।