বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে কোনো ধরনের নাশকতা করলে দলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিএনপি যদি জানমাল বিনষ্টের চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

রোববার (২১ নভেম্বর) ২০ দলীয় জোটের নেতারা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বেগম জিয়াকে চিকিৎসার জন্য যাওয়ার বিদেশে অনুমতি চেয়ে লিখিত আবেদন করেন। পরে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া ইস্যুতে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি থাকলেও, বিএনপি কোনো ধরনের নাশকতা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

এসময় বিএনপিকে ‘দোয়া মাহফিল ও মানববন্ধনের মতো গণতান্ত্রিক কর্মসূচি’ পালনের পরামর্শও দেন কামাল। তিনি বলেন, বিএনপি দোয়া মাহফিল করতে পারে, মানববন্ধন করতে পারে। তারা রাজনৈতিক দল, তারা কর্মসূচি দিতে পারেন। তবে তারা যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন, কিংবা জানমাল বিনষ্ট করার প্রচেষ্টা নেন, তাহলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে, গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার কর্মসূচি পালন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রোববার পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধনে অংশ নেন বিএনপির সংসদ সদস্যরা।

বিএনপি এমপিরা অভিযোগ করে বলেন, ৪০১ ধারা নয়, সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বেগম জিয়ার বিদেশে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়। সেইসঙ্গে এ বিষয়ে দ্রুত ইতিবাচক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান বিএনপির ৬ সংসদ সদস্য।