বিপিএলের দামামা বাজতে শুরু করেছে দেশের ক্রিকেটাঙ্গনে

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দল দক্ষিণ আফ্রিকায় থাকলেও বিপিএলের দামামা বাজতে শুরু করেছে দেশের ক্রিকেটাঙ্গনে। ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের শেষ মুহূর্তের কাজ শেষ করছে। দল গোছানোর পর টিম স্পন্সরের সঙ্গে চুক্তি করছে তারা।

তারই ধারাবাহিকতায় বিপিএলের পঞ্চম আসরে খুলনা টাইটানসের টাইটেল স্পন্সর হয়েছে শেল লুব্রিকেন্টস। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি।

স্থানীয় এক হোটেলে শুক্রবার র‍্যাংকস পেট্রোলিয়াম লিমিটেডের সহ-সভাপতি রোমো রউফ চৌধুরী ও খুলনা টাইটানসের চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ স্বাক্ষর করেন চুক্তিপত্রে। এ সময় উপস্থিত ছিলেন খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ ও উপদেষ্টা হাবিবুল বাশার।

টাইটেল স্পন্সর শেল লুব্রিকেন্টস ছাড়াও খুলনার স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড, দিমিত্রিস, ওরিয়ন গ্যাস লিমিটেড ও ইউল্যাব। জার্সি পার্টনার ক্যাটস আই এবং হসপিটালিটি পার্টনার সিক্স সিজন হোটেল। এ মাসের শেষ সপ্তাহে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হবে খুলনা টাইটানসের জার্সি।