বিপিএলে মাত্র ১০ ইনিংসে ৫০টি ছক্কা মেরেছেন ক্রিস গেইল

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে মাত্র ১০ ইনিংসে ৫০টি ছক্কা মেরেছেন ক্রিস গেইল। ক্যারিবীয় ব্যাটিং দানব এবারও এসেছেন ছক্কার ‘বৃষ্টি’ উপহার দিতে।

এ ‘বৃষ্টি’ ক্রিকেটামোদী দর্শকদের বিনোদন দেবে, তা নিশ্চিত করেই বলা যায়। তার ছক্কার বৃষ্টি যেন টি-টোয়েন্টি ক্রিকেটে প্রাণের দাবি!

এবারের টার্গেট? হাস্যরসাত্মক গেইল বললেন, ‘এবার ৪ ইনিংসে ৫৫টি মারতে পারি! (হাসি) আসলে আমি তো ছক্কার জন্যই পরিচিত। সিক্স মেশিন হিসেবে চেনে লোকে। এটাই আমি সবচেয়ে ভালো পারি, ছক্কা মারতে। চেষ্টা করি যতটা সম্ভব বিনোদন দিতে।’

‘আমি ম্যাচ উপভোগ করতে চাই। দর্শকও রোমাঞ্চিত হবে আমি জানি। দর্শকের শক্তি আমার জ্বালানি। লোকে যখন আমার কাছে ছয় চায়, চিৎকার করে, সেটা আমাকে ভালো করতে অনুপ্রেরণা জোগায়’ -যোগ করেন গেইল।

‘পার্টিবয়’ হিসেবে গেইল বরাবরই সবার ওপরে। ছক্কা মারতে না পার্টি করতে বেশি উপভোগ করেন গেইল? জানতে চাইলে ক্যারিবীয় ক্রিকেটারের উত্তর, ‘ছক্কা মারা। কারণ ছক্কা মারলে লাখ লাখ ক্রিকেটপ্রেমিকে খুশি করা যায়। পার্টি করতেও ভালো লাগে। তবে মাঠে নেমে আমি চাই যত বেশি সম্ভব ছক্কা মারতে। ’

জাতীয় দল ও ‘এ’ দল বাদে ক্রিস গেইল টি-টোয়েন্টি খেলেছেন মোট ১৬টি দলে। সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ২৭২টি। এতে রান করেছেন ৯৬৬৮। প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করার সুযোগ গেইলের সামনে। এজন্য ৩৩২ রান করতে হবে গেইলকে।

টি-টোয়েন্টিতে নিজের রান সম্পর্কে অবগত নন গেইল। ১০ হাজার রানের মাইলফলকের কথা জানাতেই গেইল বললেন, ‘৩৩২ রান দরকার? তোমার উচিত ছিল আমাকে আগে বলা, তাহলে বিপিএলের শুরু থেকেই খেলতাম! (হাসি)। সত্যি বলতে, ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া হবে দারুণ ব্যাপার। আমি হব প্রথম ব্যাটসম্যান।’

আপাতত ব্যক্তিগত মাইলফলকের চিন্তা বাদ দিয়ে দলের সাফল্যেরর চিন্তায় মগ্ন গেইল। গেইল বলেছেন, ‘আমার মূল লক্ষ্য দলকে প্লে অফে কোয়ালিফাই করানো। প্লে অফে খেলতে চাই।’