বিশেষজ্ঞদের মতে যে স্বপ্ন দেখলে সম্পদ বাড়ে

ঘুমানোর পদ্ধতি বা অভ্যাস সবারই আলাদা আলাদা হয় কখনো এক রকম হয় না। অনেকে শুয়ে পড়ার সাথে সাথেই গভীর ঘুমের দেশে চলে যায়, কারও আবার ঘুম এতটাই পাতলা যে সামান্য শব্দেই ভেঙে যায় ঘুম।

কিন্তু অভ্যাসগত ভাবে যেমন ঘুমই হোক না কেন তাতে কম বেশি স্বপ্ন বাধ্যতামূলক। কিন্তু প্রত্যেক স্বপ্নের কিছু না কিছু অর্থ রয়েছে, এমনটাই গবেষনা করে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে কিছু স্বপ্ন যেমন খারাপ সময়ের ইঙ্গিত, কিছু স্বপ্ন এমন হয় যাতে সুসময়ের বার্তা পাওয়া যায় আবার কিছু স্বপ্ন খারাপ সময়ের বার্তা দেয়। জেনে নিন কেন দেখেন এমন স্বপ্ন? বিশেষজ্ঞরা কী বলছেন?

সোনা কিংবা হীরার গয়না পাওয়ার সম্ভাবনাও থাকে

বিশেষজ্ঞদের মতে, ফলের রাজা আম স্বপ্নে দেখা খুবই শুভ। বলা হয়, এতে অর্থলাভ হয়। আবার সোনা কিংবা হীরার গয়না পাওয়ার সম্ভাবনাও থাকে। ধরুন এমন স্বপ্ন দেখেছেন যাতে আপনি ক্রমাগত গাছের উপরের দিকে উঠছেন। তার মানে আপনার জীবনে সাফল্য আসতে চলেছে। তা সাংসারিক ক্ষেত্রেও হতে পারে, আবার পেশাগত ক্ষেত্রেও হতে পারে।

স্বপ্নে টিয়া পাখি দেখে থাকলে আপনি ধনী হতে চলেছেন

বিশেষজ্ঞদের মতে, স্বপ্নে মৌমাছি কিংবা মৌচাক দেখা ভালো। তার মানে আপনার জীবন মধুর হতে চলেছে। তা আর্থিক দিক থেকেও হতে পারে, আবার ভালাবাসার মানুষের আগমনও হতে পারে। স্বপ্নে টিয়া পাখি দেখে থাকলে আপনি ধনী হতে চলেছেন। শুক জাতীয় পাখি খুবই শুভ বলে মনে করা হয়।

দুধ পান করার স্বপ্ন দেখলে আপনার সংসারের সম্পত্তি বৃদ্ধি হবে

স্বপ্নে পাহাড়ের শিখরে উঠছেন মানে আপনি সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে চলেছেন। দুধ পান করার স্বপ্ন দেখলে আপনার সংসারের সম্পত্তি বৃদ্ধি হবে।

ফল ভর্তি গাছ দেখলেও আপনার সংসারের শ্রী বৃদ্ধি পেতে চলেছে

ফল ভর্তি গাছ দেখলেও আপনার সংসারের শ্রী বৃদ্ধি পেতে চলেছে। স্বপ্নে মরা পাখি দেখাও নাকি শুভ। তাতে অর্থ ও সাফল্য দুটোই পাওয়া যায় বলেই মনে করা হয়।