বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন কোরি অ্যান্ডারসন। দীর্ঘ বিরতির পর দলে ডাক পেলেও কেবল বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন এ অলরাউন্ডার। সোমবার নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) তা জানিয়েছে।

ব্যাটসম্যান অ্যান্টন ডেভচিচ ও উইকেটরক্ষক বিজে ওয়াটলিংকে আবারও দলে ডেকেছে নিউজিল্যান্ড। দীর্ঘ ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার জেমস নিশাম। অ্যাঙ্কেলের চোটের কারণে ছিটকে পড়া টিম সাউদি ১৫ সদস্যের ওয়ানডে দলে ডাক পেয়েছেন। তবে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন হেনরি নিকোলাস।

কিউই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত ৩০ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে। এরপর পিঠের ইনজুরিতে ছিটকে পড়েন জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর থেকে। গত সপ্তাহে লিংকনে তিনটি পঞ্চাশ ওভারের প্রস্তুতিমূলক ম্যাচ খেললেও বোলিং করতে পারেননি তিনি।তাই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে কেবল ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে রাখা হয়েছে তাকে।

আগামী ১৬ অক্টোবর ধর্মশালায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২৩, ২৬, ২৯ অক্টোবর। এর আগে ২২ সেপ্টেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল।

নিউজিল্যান্ড ওডিআই স্কোয়াড: কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, অ্যান্টন ডেভচিচ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, জেমস নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইশ শোধি, টিম সাউদি, রস টেইলর, বিজে ওয়াটলিং।