বিয়ের যাত্রীসহ ট্রলার ডুবি মায়নমারে; নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরেওয়াড়ি ডেল্টায় বিয়ের অতিথিদের বহনকারী নৌকার সঙ্গে আরেকটি নৌকার ধাক্কা লাগলে প্রাণহানির এ ঘটনা ঘটে। শনিবার সকালে দিনের আলোয় আরো জোরালোভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়।

মিয়ানমারে নৌকা ডুবে একটি বিয়ের অনুষ্ঠানের ২০ অতিথির মৃত্যু হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

মিয়ানমারের কর্মকর্তারা জানিয়েছেন, মারা যাওয়াদের মধ্যে অধিকাংশই নারী। তারা আরো জানান, বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের পশ্চিমে শুক্রবার সন্ধ্যায় বন্দর শহর পাথেইনের কাছে একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।

শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য অং থু জানিয়েছেন, এ দুর্ঘটনায় ১৬ নারী ও চার পুরুষ মারা গেছেন। তিনি আরো জানান, শুক্রবার রাতে ১৬ জনকে জীবিত উদ্ধার হয়। আমাদের হিসাবে এখনো নয়জন নিখোঁজ রয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, যখন ডুবে যায়, তখন নৌকাটিতে ৬০ থেকে ৮০ জন মানুষ ছিলেন।

পাথেইনে এক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অতিথিদের বহনকারী নৌকা ডুবে যায়। অতিথিরা একই গ্রামের বাসিন্দা বলে জানান স্থানীয় কর্মকর্তা।

গত বছর অক্টোবর মাসে চিন্ডউইন নদীতে একটি নৌকা ডুবে শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ জনের মৃত্যু হয়।