বেনাপোল ১৮৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে আটক

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ১৮৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তের দীঘিরপাড় নতুন ট্রাক টার্মিনাল এলাকা ও ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পশ্চিমপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে আমির হোসেন (১৭), দীঘিরপাড় গ্রামের গোলাম মোর্শেদের ছেলে রাসেল হোসেন (২৭), ও কাগজপুকুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে জাফর হোসেন (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ার পলাতক আসামি ইয়ানুরের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১০৭ বোতল ফেনসিডিলসহ আমিরকে আটক করা হয়। এসময় একই গ্রামের ইয়ানুরের স্ত্রী বন্নি (৩৩), হবির ছেলে আলামিন (২৬) ও রুহুল আমিনের ছেলে ইয়ানুর (৩৮) পালিয়ে যান।

অপরদিকে, দীঘিরপাড় গ্রামের নতুন ট্রাক টার্মিনালের সামনে বাইপাস সড়ক থেকে ৭৮ বোতল ফেনসিডিলসহ রাসেল ও জাফরকে আটক করা হয়। এসময় ভবেরবেড় গ্রামের নজির মিয়ার ছেলে বাবু মিয়া (৩৫) পালিয়ে যান।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু লাল দাস জানান, আটক ওই তিন আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামিদের নামে মাদকদ্রব্য নিয়নন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।