বোয়ালমারীতে নিঃসন্তান দম্পতির আত্মহত্যা

আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে এক নিঃসন্তান দম্পতি একসাথে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার শেখর ইউনিয়নের দরিসহস্রাইল গ্রামে বুধবার (২৪ জুন) আত্মহত্যা এর এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী দম্পতির নাম রাকিব মোল্যা ও ইভা বেগম।

জানা যায়, দাম্পত্য হতাশার জের ধরে বসতঘরের আড়ায় গলায় ফাঁস নেয় ওই দম্পতি। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এলাকাবাসি জানায়, নিহত রাকিব মোল্যা জাহাজে চাকরি করতেন। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে তিনি গ্রামে ফিরে রাজমিস্ত্রীর কাজ শুরু করেন। তিন বছর আগে বোয়ালমারী পৌর এলাকার কামারগ্রাম ইকরাম মৃধার মেয়ে ইভার সাথে তার বিয়ে হয়। তিন বছরের বিবাহিত জীবনে কোনো সন্তানাদি না আসায় পারিবারিক কলহ থেকে তারা আত্মহত্যা করতে পারে জানান তারা।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা বলেন, রাকিবের সাথে বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামারগ্রামের ইকরাম মৃধার মেয়ে ইভার প্রায় তিন বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা নিঃসন্তান। এ নিয়ে তাদের মধ্যে হতাশা ছিলো। এই হতাশার কারণে তারা আত্মহত্যা করতে পারে। রাকিব জাহাজে চাকরি করতো, সম্প্রতি করোনাভাইরাসের কারণে বাড়িতে এসে রাজমিস্ত্রীর কাজ করছিল সে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, এক দম্পতির আত্মহত্যার কথা শুনেছি। বর্তমানে মৃতদেহ আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ওই দম্পতি আমার প্রশাসনিক এলাকার বাসিন্দা হলেও আলফাডাঙ্গায় মারা যাওয়ায় আলফাডাঙ্গা থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

আলফাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, বুধবার দুপুর দেড়টার দিকে প্রতিবেশিরা তাদের ঘড়ের আড়ার সাথে ঝুলতে দেখে উদ্ধার করে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।