ভাদ্রমাসে লাউ এবং মাঘ মাসে মূলো খেলে নাকি বংশ নষ্ট হয়

বর্তমানে এমনই প্রবাদ রয়েছে যে ভাদ্রমাসে লাউ এবং মাঘ মাসে মূলো খেলে নাকি বংশ নষ্ট হয় ৷ এমন সংস্কারে পিছনে অবশ্যই কিছু ব্যাখ্যা রয়েছে ৷  দেখা যায় এই দুই মাসে যথাক্রমে লাউ এবং মূলোতে এক ধরনের সূক্ষ জীবাণু দেখা যায় যা মানুষের সুস্থ স্বাভাবিক সন্তান উৎপাদনে বাধার সৃষ্টি করে থাকে ৷ অর্থাৎ ওই সময়ে এই দুটি খাবার খেলে পরে সন্তানের ক্ষতি হওয়ার একটা আশংকা থেকে যাচ্ছে৷  তাই ভবিষ্যতে সুস্থ সবল বাচ্চার কল্যাণের কথা ভেবে এবং উপযুক্ত বংশবৃদ্ধির কথা ভেবে এই প্রথাটি মেনে চলতে দেখা যায়৷