ভারতের পরাজয় সইতে না পেরে যুবকের আত্মহত্যা

খেলা ডেস্কঃ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় ক্রিকেট দলের পরাজয় হৃদয় ভেঙেছে কোটি ভক্তের। ম্যাচ হারার পর থেকে কেউ কান্না চেপে রাখতে পারেননি, তো কেউ মনের দুঃখে চুপ হয়ে গিয়েছেন। কিন্তু বাঁকুড়া জেলার বেলিড়াতোড়ের এক যুবক ভারতের হারের ধাক্কা সহ্য করতে পারেননি। রোববার রাতে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

আত্মঘাতী যুবকের নাম রাহুল লোহার (২৩)। পরিবারের দাবি, বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল। সেই শোক সামলাতে না পেরেই আত্মহত্যা করেছেন। খবর এনডিটিভির।

বাঁকুড়ার বেলিয়াতোড়ের রাহুল ক্রিকেটের বড় ভক্ত। গোটা দেশের পাশাপাশি তারও আশা ছিল রোহিত-বিরাটদের হাতেই উঠবে বিশ্বকাপ। তার পরিবার বলছে, ভারতের কোনও খেলা দেখা থেকে বিরত থাকতেন না রাহুল। তিনি শাড়ির দোকানে কাজ করতেন। বিশ্বকাপের ফাইনাল দেখবেন বলে রোববার কাজে যাননি তিনি। বন্ধুদের সঙ্গে বেলিয়াতোড়ের সিনেমাহলের প্রোজেক্টারে খেলা দেখতে গিয়েছিলেন। ভারতের হার দেখে স্বপ্নভঙ্গের যন্ত্রণা বুকে নিয়ে বাড়িও ফিরেছিলেন। এর পর রাত ১১টা নাগাদ রাহুলের ঝুলন্ত দেহ দেখতে পান তার ভাই। সঙ্গে সঙ্গে উদ্ধার করে রাহুলকে বেলিড়াতোড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এর পর বেলিয়াতোড় থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে বিরাট কোহলি আউট হতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙা থানার বড়ুয়া কলোনির। ওই ব্যক্তির নাম সুকুমার বন্দ্যোপাধ্যায়।