ভারতের সাথে মিরাজের প্রথম ফিফটি

ক্রীড়া ডেস্ক : আগের চার টেস্টের আট ইনিংস মিলে মেহেদী হাসান মিরাজের রান ছিল মোটে ২০। সর্বোচ্চ ১০। অভিষেক সিরিজে ১৯ উইকেট নিয়ে ইংল্যান্ডকে হারাতে সবচেয়ে বড় অবদান রাখা মিরাজের ব্যাটিং দেখে বোঝার উপায় ছিল না যে তিনি অলরাউন্ডার! অবশেষে নবম ইনিংসে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নিয়ে নিজের অলরাউন্ডার সত্তার জানান দিলেন ১৯ বছর বয়সি ক্রিকেটার।

অথচ আজ হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিনে মিরাজ যখন উইকেটে এসেছিলেন, ২৩৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে দল। প্রথম ইনিংসে ভারতের ৬৮৭ রানের জবাবে তখন মনে হচ্ছিল, বাংলাদেশ তিন শ’র আগেই অলআউট হয়ে যাবে। কিন্তু একপ্রান্ত আগলে রাখা অধিনায়ক মুশফিকুর রহিম তরুণ মিরাজকে সঙ্গে নিয়ে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়ালেন!

৩২.৫ ওভারে উইকেটে কাটিয়ে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন মুশফিক-মিরাজ। এই জুটি গড়ার পথেই দুজন করেছেন ফিফটি। দিনের এক ওভার বাকি থাকতে রবিচন্দ্রন অশ্বিনকে চার মেরে ১০২ বলে ফিফটি পূর্ণ করেন মিরাজ। দিন শেষে ১০৩ বলে ১০টি চারে মিরাজ অপরাজিত ৫১ রানে। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ব্যাটিং করা মুশফিক ২০৬ বলে ১২টি চারে ৮১ রানে অপরাজিত আছেন।