ভারতের স্বাধীনতা দিবসে বিজিবি’কে বিএসএফ’র মিষ্টি উপহার

মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধি: ভারতের ৭১ তম স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শুন্য রেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বিএসএফ’কেও মিষ্টি ভরা প্যাকেট উপহার দিয়েছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১১ টার সময় হিলি চেকপোস্ট এর শুন্য রেখায় আনুষ্ঠানিক ভাবে উভয় বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় করা হয়।
মিষ্টি বিতরন কালে বিএসএফ-১৯৯ ব্যাটালিয়ন ভারতীয় হিলি ক্যাম্পের সহকারি কমিশনার সুরেশ কুমার এবং বিজিবি-২০ ব্যাটালিয়ন হিলি চেকপোষ্ট কোম্পানি কমান্ডার মাহবুব আলম উপস্থিত ছিলেন। ভারতীয় হিলি কাষ্টমস ও ইমিগ্রেশনের পক্ষ থেকে বাংলা হিলি কাষ্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাকেও মিষ্টি উপহার দেওয়া হয়।
মিষ্টি বিতরনের আগে বিএসএফ ও স্থানীয় স্কুল ছাত্ররা হিলি চেকপোষ্ট শুন্য রেখায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে তাদের ৭১ তম স্বাধীনতা দিবস পালন করেন।