ভূঞাপুর পৌরসভা নির্বাচনী সহিংসতার আহত ১৫

তৃতীয় ধাপে টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে সহিংসতার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ও স্থানীয়রা জানান, ভূঞাপুর পৌরসভার কুতুবপুরে কাউন্সিলর প্রার্থী জাহিদ হোসেন (উট পাখি) মার্কার সমর্থকরা ভোট দিয়ে কেন্দ্রে অবস্থান করছিলেন। এ সময় আনোয়ার হোসেনের সমর্থকরা ভোটকেন্দ্রে ভোট দিতে এলে জাহিদের সমর্থকরা তাদের ওপরে প্রথমে অতর্কিত হামলা চালায়। পরে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।

পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন জানান, নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ৯ জন হাসপাতালে এসেছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা কার্যক্রম চলছে।