ভূরুঙ্গামারীতে বীর উত্তম শহীদ লেঃ সামাদ’র ৪৫তম মৃত্যু বার্ষিকী পালিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ ভূরুঙ্গামারীতে বীর উত্তম শহীদ লেঃ সামাদের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী লেঃ আবু মঈন মোহাম্মদ আসফাকুস সামাদ বীর উত্তম এর ৪৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। শহীদ লেঃ সামাদ ৭১ সালের ১৯ নভেম্বর মধ্য রাতে রায়গঞ্জ ব্রীজ এর কাছে সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনীর ব্রাশ ফায়ারে শাহাদৎ বরণ করেন। তাঁর মরদেহ জয়মনিরহাট মসজিদের পাশে সমাহিত করা হয়। শহীদ লেঃ সামাদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে জয়মনিহাট শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে শহীদ লেঃ সামাদ এর সমাধিস্থলে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জালাল উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন-বীর উত্তম শহীদ সামাদ উচ্চ বিদ্যালয় রংপুর সেনানিবাস এর প্রধান শিক্ষক একেএম সরওয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মহিউদ্দিন আহমে¥দ, মুক্তিযোদ্ধা যাদুঘরের কর্মকর্তা রণ জিৎ কুমার, জয়মনিরহাট শহীদ লেঃ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজিমুদ্দিন, সলিডারিটির পরিচালক হারুন-অর রশিদ লাল প্রমুখ।