ভূরুঙ্গামারীতে বেগম রোকেয়া দিবস পালিত

প্রতিনিধি ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নারী শিক্ষার অগ্রদুত বেগম রোকেয়া স্মরণে বেগম রোকেয়া দিবস পলিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ,এপেক্স বাংলাদেশ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগিতায় উপজেলা প্রশাসন র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালী শেষে ভূরুঙ্গমারী পাবলিক লাইব্রেরী ও ক্লাব চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনাক, সদর ইউপি চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সুলতানা শাহনাজ, ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের প্রভাষক রাশিদা আক্তার ও ভূরুঙ্গামারী প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা নারী শিক্ষার বিস্তার করে বাল্য বিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পল্লী সমাজের সদস্য পাঁচ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। জয়িতারা হলেন অর্থনীতিতে সাফল্য অর্জনকারী রজিনা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মমতাজ বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করায় কুলসুম বেগম, সফল জননী শাহিদা বেগম ও সমাজ উন্নয়নে অবদান রাখা খোদেজা বেগম। সন্ধ্যা একই স্থানে বাল্য বিবাহ রোধে সচেতনা বৃদ্ধির লক্ষে ‘কাজির হাতে চাবি’ নামক এটি নাটিকা ম স্থ্য হবে বলে জানা গেছে।