ভোলায় ট্রলারডুবি, ২০ জেলে নিখোঁজ

ভোলার চরফ্যাসনে দক্ষিণ বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে ২০ জেলেসহ একটি ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগরের শিবচর এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

মৎস্য ঘাটের আড়ৎ মালিক মোসলেউদ্দিন মাঝি ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) এ সংবাদ লেখা পর্যন্ত ২০ জেলে ও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মেলেনি।

নিখোঁজ জেলেরা হলেন- ট্রলার মালিক মহিউদ্দন মাঝি, আমজাদ, দুলাল, শাহজাহান চকিদার, ফরিদুল ইসলাম, ওবায়েদ উল্লাহ, মোসলেউদ্দিন মুছা, নুরনবী, আব্দুল মুনাফ চকিদার, শাহজাহান দালাল, জসিম, নুরে আলম, বেল্লাল হোসেন, জাকির হোসেন, মো. রুবেল। এছাড়া অপর ৪ জেলের নাম-পরিচয় জানা যায়নি।

নিখোঁজ জেলেরা চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ঘাটের জেলেদের মাধ্যমে ট্রলার ডুবির খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চরমানিকা জোনের কোস্ট গার্ডকে অবগত করা হয়েছে।

চরমানিকা কোস্ট গার্ড কন্টেজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, নিখোঁজ জেলে ও ট্রলারটি উদ্ধারে অভিযান চলছে।