ভ্রাম্যমান আদালতকে লাঞ্ছিত করার অভিযোগে জেলা পরিষদ সদস্য গ্রেফতার

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎ বিভাগ পরিচালিত ভ্রাম্যমান আদালতকে লাঞ্ছিত করায় অভিযোগে শেরপুর জেলা পরিষদের ৯নং ওয়ার্ড (নালিতাবাড়ী) সদস্য হাফিজুর রহমান খোকনকে অন্তঃবর্তীকালীন আটকাদেশ দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে ময়মনসিংহ বিদ্যুৎ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবিনা পারভিন এ আদেশ দেন।
পুলিশ সূত্রে, নালিতাবাড়ীর পৌর শহরের কালিনগর এলাকায় আব্দুল মজিদের মালিকানাধীন রাইচমিল, সেচ পাম্প ও বসতবাড়ির ১ লাখ ৯৬ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত আব্দুল মজিদের মালিকানাধীন পিডিবি’র সংযোগকৃত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে। এসময় জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান খোকন ওই ভ্রাম্যমান আদালতের টিম কে লক্ষ্য করে বিভিন্ন গালাগাল ও হুমকি দেন বলে জানা যায়। এতে ভ্রাম্যমান আদালত বিদ্যুৎ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামী ২৯ অক্টোবর পরবর্তী শুনানী পর্যন্ত অন্তঃবর্তীকালীন আটকাদেশ প্রদান করেন। পরে তাকে শেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়। নালিতাবাড়ী থানার এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।