মঙ্গলবার চট্টগ্রামে আসছে করোনা শনাক্তের কিট

নিজস্ব প্রতিবেদকঃ করোনা শনাক্তের কিট ৪৮ ঘণ্টার মধ্যে আসার কথা থাকলেও মঙ্গলবার আসবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।
রোববার (২২ মার্চ) সন্ধ্যায় তিনি বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর মাইক্রোবায়োলজি বিভাগের একজন অধ্যাপক এবং দুইজন টেকনিশিয়ান করোনা শনাক্তের প্রশিক্ষণের জন্য বর্তমানে ঢাকায় রয়েছেন। তারা মঙ্গলবার ফেরার সময় কিট নিয়ে আসবেন।
করোনা মোকাবিলায় বিভিন্ন স্থানে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখা হয়েছে। তা ছাড়া বেসরকারি হাসপাতাল মালিকদের সঙ্গে কথা হয়েছে। যেসব হাসপাতালে আইসিইউ সুবিধা রয়েছে তাদের ২টি করে আইসিইউ প্রস্তুত রাখতে বলা হয়েছে।