মমেকে একদিনে আরও চারজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মঙ্গলবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় মারা যাওয়া একজনের বাড়ি ময়মনসিংহ ও অন্যজনের বাড়ি টাঙ্গাইলে। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া একজন ময়মসিংহ ও অপরজন নেত্রকোণার বাসিন্দা।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন। ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১০৪ জন। এর মধ্যে ৮ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।