মমেক করোনা ইউনিট: ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। অপর ১০ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের রেহানা আক্তার (৩৮), ত্রিশালের রাহেলা বেগম (৬৫) ও জাহেদা (৭০), গৌরীপুরের খোদেজা (৬০), ফুলপুরের আব্দুল হান্নান (৭০) এবং নেত্রকোনা সদরের সালেহা (৬৪)। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের আয়াতুন্নেসা (৯০), ত্রিশালের রফিকুল ইসলাম (৫২), গফরগাঁওয়ের কেরামত আলী (৭০), রোজিনা (৩০), নেত্রকোনার ফজর বানু (৬০), দুর্গাপুরের এপ্রিন (৩৫), শ্যামগঞ্জের কাজিম উদ্দিন (৭০), শেরপুরের নকলার হুজেরা (৬০), জামালপুরের আবু শামা (৭০) ও লাভলু (৬০)।

ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৩২৯ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২১ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩৬ জন।