মশিউর বাহিনীর প্রধান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জেলার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর থেকে মশিউর বাহিনীর প্রধান ২২ মামলার আসামি মশিউর রহমানকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি শুটারগান, একটি পিস্তল, পাঁচটি এলবিডিএল ও ২৬ রাউন্ড গুলি।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, মশিউর বাহিনীর সদস্যরা জঙ্গল ছলিমপুর এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে ভোরে জঙ্গল ছলিমপুর এলাকা ঘেরাও করে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ছলিমপুরের একটি বাড়ি থেকে সন্ত্রাসী মশিউর বাহিনীর প্রধান মশিউর রহমান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, মশিউরের বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামি থানায় ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ২২টি মামলা রয়েছে।