মাঘের শীতে কাঁপছে দেশ, উত্তরের বাতাসে জবুথবু জনজীবন

নিজস্ব প্রতিবেদক: মধ্যভাগের মাঘে শীতে কাঁপছে সারাদেশ। দিনে যেমন তেমন রাতের তাপমাত্রায় হাড়কাঁপানো ঠান্ডায় কষ্টটা একটু বেশি নিম্নআয়ের মানুষের। শীতের কারণে খেটে খাওয়া মানুষের কমেছে আয়।

খোলা আকাশের নিচে যাদের রাত কাটে, করোনার কারণে এবার গরম কাপড় সাহায্য হিসেবে পেয়েছেন অন্য বছর থেকে কম। এদিকে আবহাওয়া অফিস বলছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে আরেকটি শৈত্যপ্রবাহ।

হিমালয় থেকে ধেয়ে আসা মাঝারি শৈত্যপ্রবাহে মাঘের শীতের তীব্রতা ছড়িয়ে পড়েছে পুরোদেশে। কুয়াশা না বাড়লেও উত্তরের বাতাসে জবুথবু জনজীবন। সড়কের মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টার আয়োজন।

ঠান্ডার তীব্রতায় কপালে চিন্তার ভাঁজ নগরীতে রাতজাগা শ্রমজীবী মানুষের। শীতের প্রভাবে কমেছে কাজ নেই আয়, তাই অলস সময় পাড় করছেন অনেকে।

খোলা আকাশের নিচে শীত থেকে বাঁচতে কেউ কেউ ব্যবহার করছেন পলিথিন, কারো আবার ঘুম ভেঙে যায় হাড়কাঁপানো শীতে গরম কাপড়ের অপেক্ষায়।

আবহাওয়া অধিদফতরের উপপরিচালক কাওসারা পারভীন জানান, বাংলাদেশের সব জায়গাতে তাপমাত্রা কমে গেছে। এই শৈত্যপ্রবাহ আগামী দুই থেকে একদিন অব্যাহত থাকবে।

আবহাওয়া অফিস বলছে, শীতের এই তীব্রতা থাকতে পারে আরও কয়েক দিন পাশাপাশি আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।