মাত্র ৪ মিনিট ৫৬ সেকেন্ডে ৩ গোল!

ক্রীড়া ডেস্ক : মাত্র ৪ মিনিট ৫৬ সেকেন্ডে ৩ গোল! অবাক করার ঘটনা। কিন্তু অবাক হওয়ার কোনো কারণ সেই। শনিবার অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ও ম্যানচেস্টার সিটির ম্যাচে।

ম্যাচের ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই তিন গোল করেন দুই দলের খেলোয়াড়রা। ১০ মিনিটে শুরুটা করেন সিটির লেরয় সানে। ১৩ মিনিটে গোল পরিশোধ করেন জে রদ্রিগেজ। এরপর ১৫ মিনিটের কিছু সেকেন্ড আগে তৃতীয় গোলটি করেন ফের্নানদিনিয়ো। ম্যাচের শুরুতেই ৩ গোলে দুই দলের লড়াইয়ে দারুণ উত্তেজনা ছড়ায়। তবে শেষ হাসিটা হাসে পেপ গার্দিওয়ার শিষ্যরা। ম্যানচেস্টার সিটি ৩-২ গোলে ম্যাচ জিতেছে। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের হয়ে ম্যাট ফিলিপস ও ম্যানসিটির হয়ে রাহিম স্টারলিং অপর দুটি গোল করেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে এটি ম্যানচেস্টার সিটির দশ ম্যাচে নবম জয়। ক্লাবের ইতিহাসে এর থেকে ভালো শুরু এর আগে কখনো হয়নি। দশ ম্যাচে একটি ম্যাচও হারেনি তারা। ২৯ গোলের ব্যবধানও রয়েছে তাদের। পাশাপাশি সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচ অপরাজিত তারা। ১৭ জয়ের পাশাপাশি মাত্র ৪ ম্যাচে ড্র করেছে তারা। ক্লাবের ইতিহাসে এটাও তাদের সর্বোচ্চ সাফল্য।

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে জয় নিয়ে টানা অষ্টম ম্যাচে জয় তুলে নিয়েছে ম্যানসিটি। এবারের লিগে ৩২-৫ গোলে এগিয়ে পেপ গার্দিওলার শিষ্যরা। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার উপরে তারা। সমান সংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।