মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মুরাদনগরে একদিনের কর্মশালা অনুষ্ঠিত

ওসমান গনি সরকার , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: মুরাদনগরে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (পিবিজিএসআই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে শিক্ষার মানোন্নয়নে শতাধিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অংশ গ্রহনে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ের অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আলা উদ্দীন ভূঞা জনী। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহাম্মদ, একােিডমিক সুপারভাইজার কুহিনুর বেগম, ডি আর সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক মো: শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাও: তাজুল ইসলাম, ধনীরামপুর ডিডিএসওয়াই হাই স্কুলের সভাপতি বেলাল উদ্দিন আহাম্মদ, পীর কাশিমপুর আর এন হাই স্কুলের প্রধান শিক্ষক মো: আলা উদ্দিন ভুইয়া, হায়দরাবাদ বেগম জাহানারা হক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যাত্রাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম।