মানিকগঞ্জে জেলা ডিবি পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ০১

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ১,০০,০০০/=(এক লক্ষ টাকা মূল্যের ১০(দশ) গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ২,০০০/=টাকা সহ মোঃ সোহেল রানা ওরফে বিহারি সোহেল(৩৫) নামে বিজ্ঞ আদালতে বিচারাধীন ১৬(ষোল)টি মামলার আসামীকে গ্রেফতার করে।
 মাদক কারবারী গ্রেফতার প্রসঙ্গে এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আসামি মোঃ সোহেল রানা ওরফে বিহারি সোহেল(৩৫)-কে মানিকগঞ্জ জেলার সদর থানা এলাকার বান্দুটিয়া সাকিনস্থ সুইচ গেইট বেরিবাধ সংলগ্ন জনৈক আমিনুল হক খান এর দক্ষিণ দুয়ারী বাসা থেকে ১০(দশ) গ্রাম হেরোইন যার মূল্য আনুমানিক ১,০০,০০০/=(এক লক্ষ) টাকা ও মাদক বিক্রির নগদ ২,০০০/=(দুই হাজার) টাকা সহ গ্রেফতার করে।
মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই(নিঃ) মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে সদর থানা এলাকার বান্দুটিয়া এলাকায় ২৪/০৩/২০২৩-ইং রোজ শুক্রবার ২৩.৩০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুইচ গেইট বেরিবাধ সংলগ্ন জনৈক আমিনুল হক খান এর দক্ষিন দুয়ারী ভাড়া বাসার ভিতর হইতে ১০(দশ) গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ২০০০/=টাকা সহ মৃত বাবুল ওরফে হেরোইন বাবুল এর ছেলে মোঃ সোহেল রানা ওরফে বিহারী সোহেল (৩৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১৬(ষোল)টি মামলা বিচারাধীন রয়েছে।এতদ্ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় ০১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।