মানিকগঞ্জে টিভিসির পণ্য পেয়ে সাধারণ মানুষের মাঝে খুশির ঢল

মাহাবুব আলম তুষার: মুদ্রাস্ফীতি নাকি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ৷ সাধারণ মানুষ এটা বুঝে না ৷ খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় ,তারা এখন তাকিয়ে আছে সরকারের দিকে ৷ এমনি সন্ধিক্ষণে মানিকগঞ্জ জেলার সদর থানার কৃষ্ণপুর ইউনিয়ন প্রাঙ্গণ ও বারাহি বাজার বি কে জি স্কুল প্রাঙ্গণে প্রদর্শন করে দেখা গিয়েছে ,সাধারণ মানুষের মুখে কিছুটা মুচকি হাসি ৷
যেখানে একজন কার্ডধারী ক্রেতা কিনতে পারছে ২ কেজি চাউল, ২লিটার সয়াবিন তেল ,১কেজি চিনি ৷
যার মূল্য ধার্য করা হয়েছে ৪০৫ টাকা ৷ যার তত্ত্বাবধায়নে আছেন “সিফাত এন্টারপ্রাইজ” ৷তাদের লিস্ট দিয়ে সহযোগিতায় আছেন স্থানীয় ওয়াল্ডের মেম্বারগণ এবং ক্রেতাদের লাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন ইউনিয়নের চৌকস গ্রাম্য পুলিশ ৷তাই সকলে স্বাচ্ছন্দে তাদের নির্ধারিত মাল বাড়ি নিয়ে যেতে পারছেন ৷ যেখানে ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ বিপ্লব হোসেন সেলিম এর ভূমিকা অত্যধিক এবং মানিকগঞ্জ জেলা প্রশাসকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কয়েকজন ক্রেতাদের থেকে তথ্য নিয়ে জানা যায়, তারা বলেন সরকারের এমন পণ্য পেয়ে আমরা খুবই আনন্দিত ৷
৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাবুল হোসেন ও ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শিশির আহমেদ জানান, আমরা সকলের লিস্ট তাদের কাছে দিয়েছি এবং চিহ্নিত করে প্রত্যেককে আমরা মাল হাতে দেয়ার চেষ্টা করছি৷ কেউ যেন বাদ না পড়ে ৷
তবে, এখানকার বাজেট অনুযায়ী আমাদের আরও মাল প্রয়োজন ৷ তবে যাই হোক ,সরকার যা দিয়েছে আমাদের জনগণ  এটা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং বাংলাদেশ নাগরিক হয়ে আমরা গর্বিত ৷