মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার-০১

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে সদর থানার বেউথা এলাকায় অভিযান চালিয়ে ৩০(ত্রিশ) গ্রাম হেরোইন ও ০৩(তিন) বোতল ফেনসিডিল-সহ মোঃ জসিম উদ্দিন(৩৭)-কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং মোঃ সানোয়ার হোসেন(৩৫) নামে আরেক আসামি দৌড়াইয়া পালাইয়া যায়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য, বর্তমানে যাহার সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩,০৯,০০০/=(তিন লক্ষ নয় হাজার) টাকা।
১-লা এপ্রিল ২০২৩-ইং রোজ শনিবার জেলা গোয়েন্দা শাখা ডিবি মানিকগঞ্জ এর ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) জনাব মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) এর তত্ত্বাবধানে ডিবি, ৩১/০৩/২০২৩-ইং রোজ শুক্রবার ২৩.৫০ ঘটিকার সময় একটি অভিযানিক দল এসআই(নিঃ) মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে সদর থানার পৌরসভা এলাকার বেউথা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মানিকগঞ্জ সদর থানার বেউথা সাকিনস্থ বেউথা কবরস্থান জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩০(ত্রিশ) গ্রাম হেরোইন ও ০৩(তিন) বোতল ফেনসিডিল-সহ মোঃ জসিম উদ্দিন(৩৭)-কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং মোঃ সানোয়ার হোসেন(৩৫) নামে আরেক আসামি দৌড়াইয়া পালাইয়া যায়। গ্রেফতারকৃত আসামি মোঃ জসিম উদ্দিন(৩৭) মানিকগঞ্জ সদর থানার পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং পালিয়ে যাওয়া অপর আসামী মোঃ সানোয়ার হোসেন (৩৫),মানিকগঞ্জ পৌরসভার পৌলী এলাকার ছেলে পিতার নাম জানা যায় নি। আসামী মোঃ জসিম উদ্দিন(৩৭) এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০২(দুই)টি মামলা বিচারাধীন রয়েছে।
এতদ্ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় ০১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।