মানিকগঞ্জে রাস্তার নিচে ওয়াসার পাইপ ফেটে বের হচ্ছে পানি

জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ বিশুদ্ধ পানির অপর নাম জীবন, একথা আমরা সবাই জানি। আর তাই, পানির অপচয় রোধ করা আমাদের নৈতিক দ্বায়ীত্ব। সম্প্রতি লক্ষ্য করা যায়, মানিকগঞ্জ জেলার পৌর এলাকার নারাঙ্গাই নামক স্থানে চলাচলের একমাত্র রাস্তাটি ভূ-গর্ভের পানিতে ভেসে যাচ্ছে।
ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন কর্ণেল মালেক টাওয়ারের অপর দিকে বাইচাইল গামী পাঁকা-রাস্তার নিচ থেকে কয়েক জায়গায় ফেটে ও ছিদ্র হয়ে ব্যাপকহারে পানি বের হয়ে আসছে। মহাসড়ক থেকে প্রায় দুই শত গজ উত্তরে নারাঙ্গাই-বাইচাইল প্রধান সড়কের উপর প্রায় একশত গজের মধ্যেই এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়। উল্লেখ থাকে যে, রাস্তাটি লকডাউনের ফাকে সম্প্রতি পুনরায় সংস্কারকাজ শেষ হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাস্তার নিচ দিয়েই ওয়াসার পানির লাইন এর ব্যবস্থা রয়েছে। তাদের ধারণা রাস্তার নিচের পানির পাইপ ফেটে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে ওয়াসার উর্ধতন কর্মকর্তার বিশেষ দৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।