মানিকগঞ্জ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আরিফুল ইসলাম, মানিকগঞ্জঃ চলমান করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় কঠোর লকডাউন চলাকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মানিকগঞ্জ পৌরসভা শাখার ২ নং ওয়ার্ড এর উদ্যোগে ত্রান বিতরণ কার্যক্রম শুরু করে। বিভিন্ন উপকরণের সংমিশ্রণে ১৫০ টি পরিবার এ ত্রাণ সামগ্রী গ্রহণ করে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মানিকগঞ্জ পৌরসভা ২ নং ওয়ার্ডের, সভাপতি,  সুমন সূত্রধর উদ্দালোক এবং সাধারণ সম্পাদক, পাপ্পু পাল এর উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়।
৩০/০৭/২০২১-ইং রোজ শুক্রবার দুপুর ১১-টা ৩০-মিঃ এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ পৌর সাখা। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি, প্রভাষক বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক, অনির্বাণ কুমার পাল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক, প্রভাষক শ্রীদাম চন্দ্র মন্ডল,  হিজুলী চিত্রকলা সেবা সংঘের সভাপতি রতীশ কর্মকার টিটু। এছাড়া পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেত্রী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
 তুষার কর্মকার তেজেন বলেন, বর্তমানে করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রকোপ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউন চলাকালে গ্রামের অসহায় দুস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মানিকগঞ্জ পৌরসভা ২-নং ওয়ার্ড। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থবিধি মেনে চলারও পরামর্শ দেন।