মানিকগঞ্জ মাদক বিরোধী অভিযানে ৫৪-গ্রাম হেরোইনসহ গ্রেফতার-২

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৫৪ (চুয়ান্ন) গ্রাম হেরোইন, যাহার মূল্য অনুমান=৫,৪০,০০০/-(পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা উদ্ধারসহ ০২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
২৫/০৪/২০২৩-ইং রোজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) জনাব আবুল কালাম।
ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক নিরস্ত্র জনাব আবুল কালাম জানান, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) জনাব আবুল কালাম এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই(নিঃ)/মাহফুজ রানা এর নেতৃত্বে সিংগাইর উপজেলার চারিগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ২৪/০৪/২০২৩-ইং রোজ সোমবার ২২.০৫ ঘটিকায় সিংগাইর থানাধীন গোবিন্দল তালপট্টি সাকিনস্থ ভাই ভাই মার্কেটের সামনে গোবিন্দল নতুন বাজার হইতে চারিগ্রাম বাজারগামী পাকা রাস্তার উপর এ অভিযান চলাকালে মোঃ জামাল (৪৩), পিতা-মৃত হযরত আলী, সাং-গোবিন্দল ভোরবাজার, ও মোঃ ফরিদ (৪০), পিতা-মৃত মোজাম্মেল হক, সাং-গোবিন্দল, উভয় থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জদ্বয়কে (৩০+২৪)=৫৪ গ্রাম হেরোইন সহ আটক করেন।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এতদ্ সংক্রান্তে সিংগাইর থানায় ০১টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।