মা-মেয়ে ধর্ষণ, মামলার দ্বিতীয় আসামি হারুন ঢাকায় গ্রেফতার

জেলা প্রতিবেদকঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে ঘরের সিঁধ কেটে হাত-মুখ বেঁধে মাকে গণধর্ষণ ও মেয়েকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি হারুন প্রকাশ গরু হারুনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।

এদিকে গ্রেফতার আসামিদের মধ্যে বুধবার বিকালে মেহেরাজ নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ২২ ধারায় জবানবন্দি দিয়েছে ভুক্তভোগী শিশু। একই সঙ্গে মামলার প্রধান আসামি আবুল খায়ের মুন্সি মেম্বারের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদিন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তি এবং ২২ ধারায় নির্যাতিত শিশুর জবানবন্দি রেকর্ড করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম। একই সঙ্গে প্রধান আসামি আবুল খায়ের মুন্সি মেম্বারের রিমান্ডের শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেন।