মিডিয়া কর্প এর অর্থায়নে দুঃস্থ অসহায় প্রতিবন্ধী শিশুদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আল-আমিন,নীলফামারীঃ নীলফামারীতে এক হাজার দুঃস্থ অসহায় শিশু ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান,রাফেল ড্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শহরের প্রজাপতি কনভেনশন সেন্টারে মিডিয়া কর্প চাইল্ড চ্যারিটির অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে চাল ৫কেজি, ডাল ১কেজি, চিনি ১কেজি, তেল ১কেজি, গুঁড়া দুধ ১প্যাকেট, বিস্কুট ২প্যাকেট, বড় নুডলস্ ১প্যাকেট, স্যানিটাইজার, মাস্ক ও টি শার্ট ছিল।উক্ত অনুষ্ঠানে আরাফাত স্মাইল ফাউন্ডেশনের সভাপতি শাহীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁদের হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী শহর সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন, নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সোলায়মান আলী।
এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া কর্প এর ভিআইপি মেম্বার মাসুদ পারভেজ, গোলাম মোস্তফা, নিয়াজ প্রধান, মোঃ মঈন ইসলাম, মিজানুর রহমান মিজান সহ আরো অনেকে। অনুষ্ঠানের দ্বিতীয় দফায় সংস্কৃতি অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্রতে ২৬ জন গরিব অসহায় প্রতিবন্ধী শিশু পুরস্কার পায়।