মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলার জন্য পুরোপুরি ফিট কোহলি

খেলা ডেস্ক : দুদিন আগে বিরাট কোহলি নিজেই দিয়েছিলেন ইঙ্গিত। আজ বিসিসিআইয়ের মেডিক্যাল টিম নিশ্চিত করল, শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলার জন্য পুরোপুরি ফিট কোহলি।

অস্ট্রেলিয়া সিরিজে রাঁচিতে তৃতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন কোহলি। ওই চোট নিয়ে সেই ম্যাচে খেললেও ধর্মশালায় শেষ টেস্টে খেলতে পারেননি। খেলতে পারেননি আইপিএলে বেঙ্গালুরুর প্রথম তিন ম্যাচেও। মঙ্গলবার কোহলি জানিয়েছিলেন, মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন তিনি।

আজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বলেছে, ‘১৪ এপ্রিল বেঙ্গালুরুতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরের ম্যাচে সে (কোহলি) থাকবে। ভারতীয় অধিনায়ক কাঁধে চোট পাওয়ার পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। এখন সে চোট কাটিয়ে উঠেছে এবং ২০১৭ আইপিএলে অংশগ্রহণ করতে পারবে।’

এবারের আইপিএলে কোহলিকে ছাড়া প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল বেঙ্গালুরু। কিন্তু তৃতীয় ম্যাচে আবার হেরে বসে দলটি। যদিও তৃতীয় ম্যাচে ফিরে অসাধারণ ব্যাটিং করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু জয় আসেনি। এবার কোহলির ফেরার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট।