মেরেলগঞ্জে ট্রলারডুবিঃনিহতদের বাড়িতে এইচ এম বদিউজ্জামান সোহাগ

মো:রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মেরেলগঞ্জে ট্রলারডুবিতে নিহতদেও বাড়ি বাড়ি গিয়ে স্বজনদের সান্তনা দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ।
শুক্রবার তিনি নিশানবাড়িয়ার ভাষান্দল গ্রামের মো:শাহাআলম চাপরাশির বাড়ি যান। ট্রলারডুবিতে শাহআলমের  স্ত্রী মোসা:সালমা বেগম ও তার দুই বছর বয়সী শিশুপুত্র সাজ্জাদ প্রান হারায়।
বাগেরহাট জেলা আওয়মী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ এর পূর্বে শরনখোলার স্কুল ছাত্র নিহত আবির আল সামস্ ,কালিকাবাড়ির নিহত রফিক শেখ,আনসার আলী,আব্দুল মজিদ,সালমা বেগমের নামাজে জানাজায় শরীক হন এবং কালিকাবড়ী গ্রামের মহাসীন এর স্ত্রী নিহত বিউটি বেগম,ও তার মা সহ আরো যারা নিহত হয়েছে তাদের স্বজনদের সান্তনা দেন।
এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:ওবায়দুল ইসলাম টিটু,সাধারন সম্পাদক মো:আবু ফয়েজ নিশাত,পৌর সভাপতি মো:মনিরুজ্জামান রাজ্জাক,কলেজ শাখার সভাপতি মো:বায়জিদ শিকদার,সাধারন সম্পাদক মো:নেয়ামুল ইসলাম নাঈম,যুবলীগ নেতা খান হাসিবুর রহমান,রাসেল হাওলাদার,সুজন শেখ সহ সকল ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবিন্দ তার সাথে ছিলেন।
উল্লেখ্য,গত মঙ্গলবার সকাল ১১টায় মোরেলগঞ্জের পানগুছি নদীতে খেয়া ট্রলার ডুবে ২২ জন যাত্রী নিখোঁজ হন।এপর্যন্ত ১৮ জনের  লাশ উদ্ধার হয়েছে।জীবিত সন্ধান মিলেছে তিনজনের এবং এখনো একজন নিখোঁজ।নৌ বাহিনী,কোস্ট গার্ড,ফায়ার সার্ভিস,পুলিশের যৌথ অভিযানে এসব লাশ উদ্ধার করা হয়।